১৩৫০ পিস ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬
অ- অ+

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩৫০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে জেলার ভাঙ্গা থানার পৌরসভা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার এমদাদুল চৌধুরী ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে।

ফরিদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম আহমেদ জানান, গোপন সংবাদে বুধবার রাতে ভাঙ্গা পৌরসভার সংলগ্ন রাস্তার উপরে জিদান সেতু ডিলাক্স নামে একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় এনামুল চৌধুরী (২৮) নামে একজন মাদক কারবারিকে ১১০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক এক্সরে করে তার পেটে আরো ইয়াবার অস্তিত্ব লক্ষ্য করা যায়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পেট থেকে আরও ২৫০ ইয়াবা বের করা হয়।

তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাজা মিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেপ্তার এনামুল চৌধুরীকে বৃহস্পতিবার আাদলতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা