শোয়েব আখতারকে রমিজ বললেন, আগে মানুষ হও

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৩
অ- অ+

দুদিন পর পর পাকিস্তানি ক্রিকেটারদের সমালোচনা করেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। এক সেই শোয়েবের সমালোচনা করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি রমিজ রাজা। ক্রিকেটের এই গতিদানবকে আগে মানুষ হতে বললেন তিনি।

সম্প্রতি পাকিস্তানি দলনেতা বাবর আজম থেকে শুরু করে শাহিন শাহ আফ্রিদি ও সাবেক ক্রিকেটার কামরান আকমলের সমালোচনা করেছেন শোয়েব আখতার। তার কাছে ছাড় পাননি খোদ রমিজ রাজাও। তাই ছাড় দিলেন না রমিজও।

শোয়েব আখতারকে নিয়ে একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে রমিজ রাজা বলেছেন, `কিছু মানুষ বিভ্রান্ত সুপারস্টার। সে সবাইকে এটা-ওটা বলতে থাকে। সে(শোয়েব আখতার) সব সময় ব্র্যান্ড ব্র্যান্ড বলতে থাকে। কিন্তু সে হয়তো জানে না ব্র্যান্ড হওয়ার আগে মানুষ হওয়া উচিত। আগে মানুষ হও, পরে ব্র্যান্ড।’

এদিকে জামাই শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে সমালোচনায় শ্বশুর শহিদ আফ্রিদি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘শোয়েব খেলোয়াড়ি জীবনে এত ইঞ্জেকশন নিয়েছিল যে এখন ভালো করে হাঁটতেও পারে না। এটাই ওর মান।’

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা