শোয়েব আখতারকে রমিজ বললেন, আগে মানুষ হও

দুদিন পর পর পাকিস্তানি ক্রিকেটারদের সমালোচনা করেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। এক সেই শোয়েবের সমালোচনা করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি রমিজ রাজা। ক্রিকেটের এই গতিদানবকে আগে মানুষ হতে বললেন তিনি।
সম্প্রতি পাকিস্তানি দলনেতা বাবর আজম থেকে শুরু করে শাহিন শাহ আফ্রিদি ও সাবেক ক্রিকেটার কামরান আকমলের সমালোচনা করেছেন শোয়েব আখতার। তার কাছে ছাড় পাননি খোদ রমিজ রাজাও। তাই ছাড় দিলেন না রমিজও।
শোয়েব আখতারকে নিয়ে একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে রমিজ রাজা বলেছেন, `কিছু মানুষ বিভ্রান্ত সুপারস্টার। সে সবাইকে এটা-ওটা বলতে থাকে। সে(শোয়েব আখতার) সব সময় ব্র্যান্ড ব্র্যান্ড বলতে থাকে। কিন্তু সে হয়তো জানে না ব্র্যান্ড হওয়ার আগে মানুষ হওয়া উচিত। আগে মানুষ হও, পরে ব্র্যান্ড।’
এদিকে জামাই শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে সমালোচনায় শ্বশুর শহিদ আফ্রিদি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘শোয়েব খেলোয়াড়ি জীবনে এত ইঞ্জেকশন নিয়েছিল যে এখন ভালো করে হাঁটতেও পারে না। এটাই ওর মান।’
(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমএম)

মন্তব্য করুন