শেষরাতে দুর্বৃত্তের আগুনে পুড়ল ১২০০ মুরগি

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৯
অ- অ+

নড়াইলে অজ্ঞাত দুর্বৃত্তের দেওয়া আগুনে ইউপি সদস্য রাজিব খানের খামারে ১৬ দিন বয়সি ১২শ মুরগি পুড়ে গেছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে নড়াগাতী থানার বি-পাটনা গ্রামে বাড়ির অদূরে খামারে এ দুর্ঘটনা ঘটে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী রাজিবের বাবা আজম খান জানান, রাত ৩টার দিকে কুকুর ডাকাডাকির পাশাপাশি ফট ফট শব্দ শুনতে পাই। তখন জানালা খুলে দেখি বাড়ির পূর্বপাশে আমাদের মুরগির খামারে আগুন জ্বলছে। পরে চিৎকার দিয়ে বাইরে এসে প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ততক্ষণে সব পুড়ে শেষ। আমার ছেলের বউ রানী বেগম অজ্ঞাত ৩-৪ জনকে উত্তর দিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে বলে জানায়। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

প্রতিবেশী লাবনী চৌধুরী জানান, রাত ৩টার দিকে টিন পোড়ার শব্দ শুনে এসে দেখি গাছের ওপরে আগুন উঠে গেছে।

ভুক্তভোগী খামারের মালিক ইউপি সদস্য রাজিব খান বলেন, আমি বড়দিয়া ভাড়া বাসায় থাকি। রাতে খামারে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার ৮০ হাত দৈর্ঘের ঘরসহ ১২শ মুরগি সব পুড়ে শেষ হয়ে গেছে। এতে আমার ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ওসি সুকান্ত সাহা বলেন, আগুনে মুরগিসহ ঘর পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা