অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় রাজধানীতে তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে বনানী থানার মহাখালী এলাকায় এ অভিযান চালানো হয়। র‍্যাব-১ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত র‍্যাব-১ এর একটি আভিযানিক দল রাজধানীর বনানী থানার মহাখালী এলাকায় ঘরোয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট, ক্যাফে বিসমিল্লাহ রেষ্টুরেন্ট ও নবাবী ভোজ রেষ্টুরেন্টে অভিযান চালায়।

এসময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনে ঘরোয়া হোটেলকে ৮০ হাজার টাকা, ক্যাফে বিসমিল্লাহ রেষ্টুরেন্টকে ১ লাখ টাকা, নবাবী ভোজ রেষ্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্যানিটারি ইন্সপেক্টরের নেতৃতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :