গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুভা (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার সবুর সিকদারের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুভা ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ভালকি গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
আটক মো রাসেল ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘোষপুর এলাকার মো. আবুল কাশেমের ছেলে।
তারা দুজনেই গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এ ঘটনায় নিহতের স্বামী বশেমুরবিপ্রবি’র কৃষি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. রাসেলকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এর দুই শিক্ষার্থী নুভা ও মো. রাসেলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১মাস আগে তারা দুজনে পরিবারের কাউকে না জানিয়ে বিবাহ করে শহরের নবীনবাগ এলাকার সবুর সিকদারের বাসায় ভাড়া থাকতেন। বিবাহের পর গত এক সপ্তাহ ধরে রাসেলের মোবাইল ফোনে অন্য নাম্বার থেকে মেসেজ আসাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া-বিবাধ ও কলহ সৃষ্টি হয়। পরে দুপুরে নিজ ঘরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন রাসেল। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী রাসেলকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন