বগুড়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৩, ১৬:৫৬
অ- অ+

বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় সাব্বির হোসেন (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় শনিবার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

আটক যুবক গাড়ীদহ ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুস সালামের ছেলে সাব্বির হোসেন।

শুক্রবার দুপুরে গাড়ীদহ ইউনিয়নের কানুপুর চড়ের মধ্য ওই গৃহবধূ ছাগলের ঘাস কাটতে যায়। এ সময় তাকে চড়ে একা পেয়ে জড়িয়ে ধরে। পরে হাতে থাকা কাচি গৃহবধূর গলায় ধরে বিভিন্ন ভয় দেখিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। ওই গৃহবধূর ধস্তাধস্তি ও চিৎকার করলে ধর্ষণে ব্যর্থ হয়ে সাব্বির পালিয়ে যায়। পরে রাতেই ওই গৃহবধূ থানায় মামলা করেন।

এ বিষয়ে শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, ধর্ষণের চেষ্টায় মামলা হয়েছে। আসামিকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
ইংরেজি ভাষা আয়ত্তের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
সোনারগাঁয়ে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্র: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা