শিশুকে বলাৎকার করার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৩, ২০:৫৮
অ- অ+

মাদারীপুরের রাজৈরে টাকার লোভ দেখিয়ে এক শিশুকে (১১) বলাৎকার করার অভিযোগ উঠেছে পাশের বাড়ির কথিত নানা মুজা কারিকরের (৫০) বিরুদ্ধে।

শ‌নিবার দুপুর ৩টার দিকে উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের পশ্চিম মহেন্দ্রদী গ্রামের কারিকরের বাড়িতে।

এ সময় মুজা কারিকরের স্ত্রী সন্তানদের নিয়ে পিত্রালয়ে ছিল। পুলিশ মুজা কারিকরকে গ্রেপ্তার করতে অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্যাতনের শিকার শিশুটি পাশের বাড়ির ফরিদ শেখের ছেলে।

এলাকাবাসী জানায়, ওই শিশুটি মুজা কারিকরকে নানা বলে ডাকত। এ সুবাদে ওই শিশুটিকে মুজা টাকার লোভ দেখিয়ে ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায় এবং বলাৎকার করে। শিশুটির চিৎকারে বাড়ির অন্যান্য লোক এগিয়ে এলে মুজা কারিকর পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা হাসপাতাল ভর্তি করা হয়।

রাজৈর উপজেলা হাসপাতালের কর্তব্যরত ডা. তমাল জানান, আমাদের এখানে সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। আমরা আইনগত ব্যবস্থা নিশ্চিত করব।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা