বিএসএমএমইউতে বিশ্ব দন্ত্য চিকিৎসক দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৩, ১৬:৩৮
অ- অ+

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘বিশ্ব দন্ত্য চিকিৎসক দিবস’ উদযাপন করা হয়েছে। সোমবার বিএসএমএমইউর বটতলা থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিসহ নানা আয়োজন করা হয়। বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ ওরাল হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে জনসাধারণের মুখ ও দাঁতের রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বের হওয়া র‌্যালিটি ক্যাম্পাসে বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, সুস্থ জাতি গঠনে সুস্থ মাড়ি ও দাঁতের অপরিসীম গুরুত্ব রয়েছে। হজম প্রক্রিয়া সুনিশ্চিত করতে দাঁতের বিরাট অবদান রয়েছে। মুখ ও দাঁতের রোগ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। আর দাঁতের বিষয়ে সবাইকে আরো যত্নবান হতে হবে। দন্তরোগের চিকিৎসার প্রসারে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডিন ও বাংলাদেশ ওরাল হেলথ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তাপাদার, দন্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, উপ-রেজিস্ট্রার ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন প্রমুখসহ দন্তরোগ বিষয়ক শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ত্রিদেশীয় সিরিজ: বৃথা গেলো ব্রিটজকের বিশ্বরেকর্ড, ফাইনালে নিউজিল্যান্ড
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৮৬তম সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা