বিএসএমএমইউয়ে ভাইস-চ্যান্সেলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সিজন শুরু

মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে ভাইস-চ্যান্সেলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ। রবিবার বিকাল তিনটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সিজনের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, খেলাধুলা মানুষকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ করে। শুধু ওষুধ খেলেই রোগ ভালো হয় না। খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখে। মানুষের ব্রেনকে ভালো কাজে উদ্বুদ্ধ করে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ভ্যেনু হওয়ায় খেলোয়ারদের মহান স্বাধীনতায় চেতনায় আরো বেশি করে উজ্জীবিত ও উদ্বীপ্ত করবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এ ১৬টি টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে সার্জারি ইয়ং সোলজার্স এবং ইনএনটি এনাটমি সুপার কিংস টিমের খেলোয়াররা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জুয়েল। বক্তব্য রাখেন অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক, নার্সসেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মসিউজ্জামান শাহীন, চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রমুখ।
ঢাকাটাইমস/১২ মার্চ/এএ/এলএ

মন্তব্য করুন