প্রকাশ্য আদালতে জামিন আদেশ দিতে হবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০২৩, ১৬:১২

নিম্ন আদালতের বিচারকদের উন্মুক্ত কোর্টে জামিন আদেশ ও রায় দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনলাইনে জুয়ার কারবারি সেলিম প্রধানের জামিন বাতিল করে সোমবার পূর্ণাঙ্গ রায়ে এমন অবজারভেশন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ ২৩ পাতার এ রায় প্রকাশ করেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় সেলিম প্রধানের জামিন বাতিল করেন হাইকোর্ট।

সেলিম প্রধানকে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে গ্রেপ্তার করা হয়। সেদিন রাতে গুলশানে তার অফিস ও বাসায় অভিযান চালিয়ে তার তিন সহযোগী আখতারুজ্জামান, রোমান ও মাসুমকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে মাদকসহ আরও তিনটি মামলা দায়ের করা হয়।

মামলায় বিচারের শুরু থেকে একাধিকবার জামিন চেয়েও পাননি জামিন। কিন্তু গত ১৩ ডিসেম্বর সেলিমকে জামিন প্রদান করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান। এই জামিন মঞ্জুর করার বিষয়ে হাইকোর্টে অভিযোগ করে দুদক। যার প্রেক্ষিতে হাইকোর্ট সেলিম প্রধানের জামিন বাতিল প্রশ্নে রুল জারি করে।

পরে বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান হাইকোর্টে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। এর পরেও যদি জামিন প্রদান নিয়ে ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা চাই। উচ্চ আদালত যেভাবে নির্দেশনা দেবে ভবিষ্যতে সেভাবেই মামলা পরিচালনা করব। বিশেষ জজ আদালতের বিচারকের এই ব্যাখ্যা গ্রহণ করেন হাইকোর্ট। পাশাপাশি সেলিম প্রধানের জামিন বাতিল করে দেন।

ঢাকাটাইমস/১৩মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

এই বিভাগের সব খবর

শিরোনাম :