চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন গোলাম কিবরিয়া
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাম কিবরিয়া। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জারি করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ডিজি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ আলী সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী পিআরএল ভোগরত বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা স. ম. গোলাম কিবরিয়াকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী একবছর মেয়াদে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক পদে স্ববেতনে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
(ঢাকাটাইমস/১৩মার্চ/এসএস/কেএম)