দেবীদ্বারে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২৩, ১৪:৩৯

কুমিল্লার দেবীদ্বারে স্থানীয় যুবলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার জাফরগঞ্জের কালিকাপুর স্টেশনে এই মানববন্ধন করা হয়।

হামলায় আহত মো. রমজান জাফরগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবীগের সভাপতি। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায়, আহতের বড় ভাই সিদ্দিক মিয়া বাদী হয়ে, জাফরগঞ্জের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনের ছোট ভাই সিরাজ ইসলাম ও তাদের ভাতিজা আওয়ালাদ হোসেন ও নাঈমের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২-১৩ জনকে আসামি করে দেবীদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

কালিকাপুরের স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিসের সঞ্চালনায় মানববন্ধনে হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আমিনুল মেম্বার, ৮ নং ওয়ার্ডের যুবলীগ সহ-সভাপতি আল আমিন, কালিকাপুর সিএনজি স্ট্যান্ডের সভাপতি সহিদ মিয়া, আহতের মা জরিনা বেগমসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সিরাজ ও তার ভাগিনা আওলাদ দীর্ঘদিন এই ইউনিয়নে বিভিন্ন সন্ত্রাসী কাজে লিপ্ত। গোমতী নদীর দুই পাড়ের বিভিন্ন স্থানে, অবৈধভাবে সিন্ডিকেট করে মাটি কেনা-বেচা করে আজ তারা কোটিপতি। তাদের এই অত্যাচারে বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ালে মারধর করে। হত্যার হুমকি দেয়। পূর্বে তাদের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ রয়েছে।

বক্তারা আরও জানায়, গত সোমবার রাতে জাফরগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রমজানকে জাফরগঞ্জ বাজারের জনতা ব্যাংকের সামনে, গ্যাস পাইপ, লোহার রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে সিরাজ ও আওয়লাদসহ ১০-১২ জনের সন্ত্রাস গ্যাং আক্রমণ করে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত তদন্ত সাপেক্ষে আসামিদের আইনের আওতায় আনা হোক।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :