বিধি প্রণয়ন ছাড়া পানির মূল্য বৃদ্ধি করতে পারবে না ওয়াসা, হাইকোর্টের রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৩, ১২:৩৭| আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৩:৫৩
অ- অ+

বিধি প্রণয়ন ছাড়া পানির মূল্য বৃদ্ধি করতে পারবে না ওয়াসা। সেই সঙ্গে সংস্থাটির কর্মচারীদের পারফরম্যান্স বোনাস বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি মুজিবর রহমান মিঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ সংক্রান্ত দুটি রিট নিষ্পত্তি করে হাইকোর্টের এই রায় এল।

বিধি প্রণয়ন ছাড়া নতুন করে পানির মূল্য বৃদ্ধি করতে না পারলেও এর আগে ওয়াসার পানির যে সমস্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে সেগুলোতে এ রায় কোনো প্রভাব ফেলবে না।

বিধি প্রণয়ন ছাড়া পানির মূল্য নির্ধারণ ১৯৯৬ সালের ওয়াসা আইনের ২১ ও ২২ ধারার পরিপন্থী উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ওয়াসা সংবিধিবদ্ধ সংস্থা, কোম্পানি নয়। ওয়াসার কর্মীরা প্রজাতন্ত্রের কর্মচারী।

তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা জাতীয় পে-স্কেল অনুসারে বেতন-ভাতাদি পেয়ে থাকেন। তাই ওয়াসার কর্মীরা কোনো পারফরম্যান্স বোনাস ও পারফরম্যান্স অ্যাওয়ার্ড (উৎসাহ বোনাস) পেতে পারেন না।

(ঢাকাটাইমস/১৬মার্চ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা