সিংড়ায় কৃষি প্রযুক্তি মেলায় শ্রেষ্ঠ স্টল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০২৩, ২০:২০

নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠ প্রাঙ্গণে তিন দিনব্যাপী অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সিংড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় অংশগ্রহণকারী মোট ২৭টি স্টলের মধ্যে চারজনের মাঝে শ্রেষ্ঠ স্টল প্রথম, দ্বিতীয় ও যৌথভাবে তৃতীয় স্থান ক্রেস্ট এবং বাকি ২৩টি স্টলকে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।

আর শ্রেষ্ঠ স্টল প্রথম স্থান অর্জন করে- বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন, যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি এবং যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন রাজ্যভ্যালি ও জেসমিনের কেঁচো সার।

সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্টলের বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আশরাফুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান ও মাহমুদুল হাসান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :