রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১০:২৯| আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১১:০৬
অ- অ+
ফাইল ফটো

রাজধানীর শ্যামপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার দিনগত রাত সাড়ে বারোটার দিকে শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের অন্য দুই আরোহী সামান্য আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মো. কুরবান হোসেন (৩০)। তিনি শরিয়তপুরের নড়িয়া উপজেলার কোলকাঠি গ্রামের আব্দুল হক ব্যাপারীর ছেলে। শ্যাপুরের ফরিদাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। কুরবানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল তিনজন ছিলেন। ফরিদাবাদ স্কুলের পাশে ট্রাকের ধাক্কায় তারা পড়ে যান। পরে মোটরসাইকেলের পেছনে থাকা কুরবানের মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

অপর দুইজন সামান্য আহত হয়েছেন বলে জানান এসআই) মো. নুরুজ্জামান। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় ট্রাকটিকে জব্দ ও চালক রাকিবুল ইসলামকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ফুফাতো ভাই সাদিকুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কুরবানের লেদ মেশিনের ওয়ার্কসপ রয়েছে। সেখানে বোতাম তৈরি করতেন তিনি।

(ঢাকাটাইমসস/১৯মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা