রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর শ্যামপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার দিনগত রাত সাড়ে বারোটার দিকে শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের অন্য দুই আরোহী সামান্য আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মো. কুরবান হোসেন (৩০)। তিনি শরিয়তপুরের নড়িয়া উপজেলার কোলকাঠি গ্রামের আব্দুল হক ব্যাপারীর ছেলে। শ্যাপুরের ফরিদাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। কুরবানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল তিনজন ছিলেন। ফরিদাবাদ স্কুলের পাশে ট্রাকের ধাক্কায় তারা পড়ে যান। পরে মোটরসাইকেলের পেছনে থাকা কুরবানের মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
অপর দুইজন সামান্য আহত হয়েছেন বলে জানান এসআই) মো. নুরুজ্জামান। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় ট্রাকটিকে জব্দ ও চালক রাকিবুল ইসলামকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ফুফাতো ভাই সাদিকুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কুরবানের লেদ মেশিনের ওয়ার্কসপ রয়েছে। সেখানে বোতাম তৈরি করতেন তিনি।
(ঢাকাটাইমসস/১৯মার্চ/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

আগুনে পুড়ল জয়কালী মন্দির সুইপার কলোনির ঘরবাড়ি

লেডিস ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবসে আলোচনা সভা

বঙ্গবন্ধুর প্রতি সম্প্রীতি বাংলাদেশের শ্রদ্ধা নিবেদন

তুরাগে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শ্যামলীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: থানায় মামলা, একজন আটক

শিশু হাসপাতালের সামনে মধ্যবয়সীকে পিটিয়ে মারল কারা?

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ করতে হবে: মেয়র আতিক

সিদ্দিকবাজারে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

এ বছর পুলিশ র্যাব বিজিবির ইফতার মাহফিল হচ্ছে না
