দেশে সব ষড়যন্ত্রের মূলে বিএনপি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১৯:২৮
অ- অ+

যারা ইতিহাস বিকৃত করেছে এবং বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বাংলাদেশের ইতিহাস মুছে দিতে চেয়েছে এখনো তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি দেশে সব ষড়যন্ত্রের মূলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধাণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু আজ নেই, তার উত্তরাধিকার বেঁচে আছেন। বঙ্গবন্ধুর দুটি শব্দ স্বাধীনতা আর মুক্তি। বঙ্গবন্ধু আজকে নেই কিন্তু বাংলা নামের এই দেশে তার উত্তরাধিকার বেঁচে আছে। এই বাংলাদেশ যতদিন থাকবে স্বাধীনতা ও উত্তরাধিকারের মৃত্যু কোনোদিন হবে না।

বঙ্গবন্ধু বেঁচেছিলেন মাত্র ৫৪ বছর ৭ মাস ৩ দিন। এই সময়ে তিনি ৮৪ হাজার ৬৮২ দিন কারাগারে ছিলেন। অনেকে ইতিহাসের মহানায়কের সঙ্গে ইতিহাসের ফুটনোটের তুলনা করেন। ইতিহাসের ফুটনোট আর ইতিহাসের মহানায়ক এক কথা নয়। স্বাধীনতা ঘোষণার পাঠক আর স্বাধীনতার ঘোষক এক কথা নয়। পাঠক অনেকেই ছিলেন, তারা ছিলেন ঘোষণার পাঠক, ঘোষক কিন্তু ছিলেন একজন বঙ্গবন্ধু। ঘোষণা দেওয়ার বৈধ অধিকার বঙ্গবন্ধু ছাড়া আর কারো ছিল না।

ওবায়দুল কাদের বলেন, সত্তরে নির্বাচনে বাংলার জনগণ বিপুল ভোটে বঙ্গবন্ধুকে বিজয়ী করে। যার মাধ্যমে স্বাধীনতা ঘোষণার বৈধ অধিকার একমাত্র তাকেই দেওয়া হয়। সেই অধিকার বলে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে। ইতিহাস যারা বিকৃত করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বাংলার ইতিহাস মুছে দিতে চেয়েছে এখনও তারা ষড়যন্ত্র করছে। এখনো সব ষড়যন্ত্রের মূলে বিএনপি। তাদের রাজনীতিই হলো ষড়যন্ত্রের রাজনীতি।

তিনি বলেন, দেশে আওয়ামী লীগ ছাড়া কেউ উন্নয়ন করেনি। শেখ হাসিনা দেশকে পরিণত করেছেন উন্নয়নশীল দেশে, সেটাই আজকে তার অপরাধ। এতো উন্নয়ন, এতো অর্জন কী করে তিনি করলেন, কী করে ঘরে ঘরে বিদ্যুৎ দিলেন, কী করে একদিনে শত সেতু উদ্বোধন করলেন, নিজের টাকায় পদ্মাসেতু করলেন, আজকে ঢাকায় মেট্রোরেল করলেন, এসব উন্নয়নই শেখ হাসিনার অপরাধ। বিএনপির কাছে উন্নয়ন করাই এখন অপরাধ।

একটি চক্র বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চায় উল্লেখ তিনি বলেন, একটি চক্র বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চায়। এদেশকে আবারও সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদে ফিরিয়ে নিতে চায়।

(ঢাকাটাইমস/১৯মার্চ/জেএ/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা