মঞ্চ ভেঙে পড়লেন ব্যারিস্টার সুমন

মুন্সিগঞ্জে ফুটবল খেলতে এসে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়েছেন আলোচিত আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন। রবিবার বিকাল ৫টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিকালে সোনারং উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সিগঞ্জ রিপোর্টার ইউনিটির প্রীতি ফুটবল খেলা অনুষ্টিত হয়। খেলা দেখতে বিপুলসংখ্যক দর্শক মাঠে জড়ো হয়। নির্ধারিত সময় খেলা ১-১ সমতায় ড্র করে। খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এসময় উৎসুক বহু মানুষ মঞ্চে উঠে দাঁড়ালে হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। পরে সুমন মাঠে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে উঠে বক্তব্য দেন।
এসময় ঠেলাঠেলিতে বেশ কয়েকটি মোবাইল খোয়া যায় বলে জানায় কয়েকজন প্রত্যক্ষদর্শী।
এক প্রত্যক্ষদর্শী মিজান জানান, খেলা শেষ হওয়ার পরপরই আয়োজকরা ব্যারিস্টার সুমনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানান। এসময় মঞ্চের চার পাশে বিপুলসংখ্যক মানুষ ছিল। ভিড় ঠেলে তিনি মঞ্চে উঠেন। ক্রীড়াপ্রেমীদের উদ্দেশ্য মাত্রা কথা শুরু করছিলেন। এসময়ই দর্শকরা ছবি তোলার জন্য মঞ্চে হুমড়ি খেয়ে পড়েন। বাঁশ কাটা দিয়ে বানানো মঞ্চটা ভেঙে পড়ে যায়।
স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর আলম জানান, ঘটনার সময় আমাদের ক্যামেরাপার্সন রাহিদ হোসেনসহ ৪-৫ জনের মোবাইল হারিয়েছে। তবে কেউ আহত হয়নি। মঞ্চের সবাই কোনো মতে নিজেদের সামলে নিয়েছে।
পরে বক্তব্যে ব্যারিস্টার সুমন বলেন, মুন্সীগঞ্জের মাটিতে আমাদের খেলতে দেওয়ার কথা না। আজকে যারা ফুটবল খেলা দেখতে এসেছেন, তারাই প্রকৃত ফুটবলপ্রেমী- এদের আটকানো যাব না। আমার জেলা স্টেডিয়ামে খেলার কথা ছিল, ৪০ হাজার মানুষ খেলা দেখত, ধন্যবাদ ডিসি সাহেবকে- আমাকে এখানে অন্তত খেলার সুযোগ দেওয়ার জন্য। আমার অপরাধ আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। আমি ঘাম ফেলি, রক্ত ফেলি মাটিতে- এটাই আমার অপরাধ।
তিনি আরো বলেন, যারা আমাকে এই মাঠে পাঠিয়েছেন, তারা দেখে যান সাধারণ মানুষের ভালোবাসা কমেনি। মরব তো মরম ফুটবলটারে প্রতিষ্ঠিত করে মরব। বেশিদিন নাও বাঁচতে পারি। তবে কথা দিয়ে যাচ্ছি, যারাই দুর্নীতি করে তাদের পেছন ছাড়ব না।
প্রসঙ্গত, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সীগঞ্জ রিপোর্টার ইউনিটির প্রীতি ফুটবল খেলাটি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (মুন্সীগঞ্জ স্টেডিয়াম) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে সেটি টঙ্গীবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, নিষেধাজ্ঞা দিয়ে কোনো ফল হবে না: হানিফ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে: এনামুল হক শামীম

রাঙ্গাবালীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজবাড়ীতে শিশু হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের হরিণাকুণ্ডু পৌরমেয়রের সংর্বধনা

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সদরপুরে পদ্মার ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ, স্থায়ীভাবে ভাঙন রোধের দাবি

জনবল ও সরঞ্জাম সংকটে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
