আশুলিয়ায় দুই মাদক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ২০:৩৪
অ- অ+

ঢাকার জেলার আশুলিয়া এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৪। আটককৃতরা হলেন- মো. জুয়েল মিয়া এবং মো. আওলাদ মিয়া। এ সময়ে তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

রবিবার বিকালে র‌্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ভোরে র‌্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানার জামগড়া এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ মো. জুয়েল মিয়া এবং মো. আওলাদ মিয়া নামের দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক জুয়েল ও আওলাদ মিয়া দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জায়গা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে। আর পরে ওই মাদক ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ মার্চ/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ
গাজায় ইসরাইলের হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা