আশুলিয়ায় দুই মাদক চোরাকারবারি আটক
ঢাকার জেলার আশুলিয়া এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৪। আটককৃতরা হলেন- মো. জুয়েল মিয়া এবং মো. আওলাদ মিয়া। এ সময়ে তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
রবিবার বিকালে র্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ভোরে র্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানার জামগড়া এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ মো. জুয়েল মিয়া এবং মো. আওলাদ মিয়া নামের দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক জুয়েল ও আওলাদ মিয়া দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জায়গা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে। আর পরে ওই মাদক ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৯ মার্চ/এএ/এলএ)