মুশফিকের ঝড়ো ফিফটি, তিন ছাড়াল টাইগাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৩, ১৭:৩৩| আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৭:৩৭
অ- অ+

সিলেটে ব্যাট হাতে ঝড় তুলেছেন বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। দ্রুত ফিফটি তুলে এগোচ্ছে তার ইনিংস। তাতেই তিনশ ছাড়াল টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০০ রান।

এখন ৬৯ রানে মুশফিক ও ৪১ হৃদয় ব্যাট করছেন।

সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান আইরিশ দলনেতা অ্যান্ডি বালবির্নি। টস হেরে ব্যাট করতে নেমে ধীরে সুস্থে খেলতে থাকেন দুই ওপেনার। কিন্তু প্রথম পাওয়ার প্লের শেষ বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে করেন ২৩ রান।

দ্বিতীয় উইকেটে খেলতে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে দুর্দান্ত খেলেন আরেক ওপেনার লিটন দাস। এ সময় শান্তকে ৯৬ বলে গড়েন ১০১ রানের জুটি। ফিফটি তুলে নেন লিটন। আপনতালেই খেলছিলেন তিনি। কিন্তু কুর্তিস ক্যাম্ফেরের বলে ফিরলেন ব্যক্তিগত ৭০ রানে ফেরেন লিটন।

চতুর্থ উইকেটে নামা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলীয় স্কোর বাড়িয়ে নিচ্ছিলেন শান্ত। ব্যক্তিগত অর্ধশতকও পূরণ করেন শান্ত। এরপর ৭৭ বলে ৭৩ রান করে সাজঘরে ফেরেন শান্ত। দুই ওভার আগে ফেরেন সাকিবও। তার ব্যাট থেকে আসে মাত্র ১৭ রান।

এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ক্রিজে ঝড় তুলেন মুশফিকুর রহিম। দ্রুত ফিফটি তুলে নেন তিনি। হৃদয়ও এগোচ্ছেন ফিফটির পথেই।

(ঢাকাটাইমস/২০মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা