সাংবিধান মেনেই নির্বাচনে যাবে জাতীয় পার্টি: রওশন এরশাদ

সাংবিধানিক ধারা মেনেই জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও দলের পৃষ্ঠপোষক রওশন এরশাদ। বলেন, পার্টিতে কোনো বিভেদ নেই।
সোমবার তার গুলশাবস্থ বাসভবনে প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রওশন এরশাদ বলেন, নির্বাচন হতে এখনো অনেক দেরি। সাংবিধানিকভাবেই নির্বাচন হবে এবং সে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।
তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতি নিয়ে এগিয়ে যাবে তাঁর দল। তাঁর রেখে যাওয়ায় দিকনির্দেশনা অনুযায়ী চলবে পার্টি। যারা তাঁর নির্দেশনা অনুযায়ী চলবেন না, তাদের চলার পথ সুগম হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে এরশাদ পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি বলেন, আমরা কাছে আপনারাই পরিবার। সে কারণে দলের নেতাকর্মীরা পরিবারের সদস্য বলেই আপনারা আমার আপনজন। আপনাদের সবাইকে নিয়েই এগিয়ে যাবো আমি।
এসময় আরও বক্তব্য রাখেন সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী. মামুনূর রশীদ, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ সোহেল রানা, বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সাবেক উপদেষ্টা রফিকুল হক হাফিজ, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী প্রমুখ।
(ঢাকাটাইমস/২০মার্চ/জেবি/এসএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোট গণতন্ত্র হত্যার কলঙ্কজনক অধ্যায়: সজীব ওয়াজেদ জয়

সরকারের দমননীতির কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে: জামাল হায়দার

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করলেন সাজু

আহত আইনজীবীদের দেখতে হাসপাতালে রিজভী

আমেরিকার ভিসানীতি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক হবে: জিএম কাদের

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুগদা-খিলগাঁওয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী: ফিরোজায় কোরআন খতম, দোয়া ও মোনাজাত

বিশ্বের ধনাত্মক জিডিপি অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয়: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ সংকটকাল উতরাতে পেরেছে: লুৎফর রহমান
