র‍্যাবের ওপর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ছায়া পড়েছে: ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ০১:৩৭
অ- অ+

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, র‍্যাবের ওপর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ছায়া পড়েছে। ষড়যন্ত্র যতই হোক আমাদের কেউ ঠেকাতে পারবে না। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।

মঙ্গলবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

র‍্যাবপ্রধান বলেন, 'আমি মহাপরিচালক হিসেবে যোগ দেয়ার পর পার্বত্য অঞ্চলে অভিযান শুরু হয়। আমরা সবাই জানি, ষড়যন্ত্র শুরু হয়েছে তা বাস্তবায়ন করতে গেলে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু আমরা সম্মিলিতভাবে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সরকারের বিভিন্ন সংস্থা মিলে তা দমন করতে সক্ষম হয়েছি। বরং আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা সক্ষম।'

তিনি বলেন, 'আরও একটি হলিআর্টিজান দেখতে পারতাম। তবে র‍্যাবের বিচক্ষণতা ও অভিযানিক কারণে তা বন্ধ করা সম্ভব হয়েছে।'

(ঢাকাটাইমস/২২মার্চ/এসএস/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা