ম্যাচসেরা হাসান, সিরিজসেরা মুশফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৩, ১৯:০২
অ- অ+

সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বল হাতে একাই পাঁচটি উইকেট নেন টাইগার পেসার হাসান মাহমুদ। নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ের সুবাদে ম্যাচসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। এদিকে পুরো সিরিজের একমাত্র সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম সিরিজসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচের শুরু থেকেই আইরিশ ব্যাটারদের কোণঠাসা করে রাখেন হাসান মাহমুদ। আয়ারল্যান্ডের প্রথম তিন উইকেট একাই তুলে নেন হাসান। এরপর শেষ দুই ব্যাটারকেও ফিরিছেন এই পেস বোলার। তাতেই মাত্র ১০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

হাসান মাহমুদ বল করেছেন মোট ৮.১ ওভার। একটি মেডেনও পেয়েছেন তিনি। মাত্র ৩২ রান খরচ করে নিয়েছেন মোট পাঁচটি উইকেট। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এই প্রথমবার পাঁচটি উইকেটের দেখা পেয়েছেন হাসান। অর্থাৎ এটাই তার ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং।

এদিকে পুরো সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। তিন ম্যাচের মধ্যে ব্যাট করেছেন মাত্র দুটি ইনিংসে। তাতে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় অবস্থান করছেন দুই নম্বরে। শীর্ষে থাকা লিটনের চেয়ে মাত্র ২ রান কম করেছেন মুশি। অবশ্য লিটন ব্যাট করেছেন তিন ইনিংসেই।

সিরিজের প্রথম ম্যাচে মাত্র ২৬ বল খেলে তোলেন ৪৪ রান। আর দ্বিতীয় ম্যাচে মুশফিক ছিলেন অপ্রতিরোধ্য। ওই ম্যাচে মাত্র ৬০ বলে ১৪টি চার ও দুটি ছয়ের মাধ্যমে সেঞ্চুরি তুলে নেন। থাকেন অপরাজিতও।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা