গমের ভুসির বস্তায় মিলল ১০ স্বর্ণের বার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৩, ১১:৪৪
অ- অ+

চুয়াডাঙ্গার সীমান্তে চোরাচালানের সময় গমের ভুসির বস্তার ভেতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

তিনি জানান, স্বর্ণ চোরাচালানের গোপন খবরে বিকাল ৩ টার দিকে দর্শনার ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান চালায় বিজিবি। এসময় ওই এলাকা দিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখলে বিজিবির সশস্ত্র টহলদল ভ্যানটি গতিরোধ করে। তখন ভ্যানে অবস্থানরত এক আরোহী টহলদলকে দেখতে পেয়ে ভ্যান থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরে ভ্যানে থাকা ১টি গমের ভুসির বস্তা তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় আনুমানিক ৩ কেজি ১৬৩ গ্রাম ওজনের ছোট বড় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের ও উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
দেশে এক দিনে বজ্রপাতে শিশুসহ ১০ মৃত্যু
জুলাই শহীদকন্যা ধর্ষণ মামলায় পলাতক সেই কিশোর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা