ইসির সঙ্গে সংলাপে যাবে না বিএনপি

আগামী নির্বাচন নিয়ে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে কোনো ধরনের সংলাবে যাবে না বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে দলটি বলছে, ইসির সঙ্গে আলোচনা অর্থহীন।
ইসির সংলাপের চিঠি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে দলের অবস্থান খুবই পরিষ্কার। আমরা নির্বাচন কমিশনে কোনো আলোচনায় যাব না।
নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে ইসির সঙ্গে আলোচনা অনর্থক; এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, এ সরকারের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না।
এর আগে আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে বৃহস্পতিবার চিঠি দেয় নির্বাচন কমিশন।
চিঠিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন, আপনারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আপনাদের এমন রাজনৈতিক সিদ্ধান্ত ও কৌশলের বিষয়ে কমিশনের কোনো মন্তব্য নেই।
চিঠিতে আরও বলা হয়, কমিশন মনে করে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক না হোক, অনানুষ্ঠানিকভাবে আলোচনা বা মতবিনিময় হতে পারে। আপনাদের নির্বাচন কমিশনে আমন্ত্রণ জানাচ্ছি। সদয় সম্মত হলে দিনক্ষণ আলোচনা করে নির্ধারণ করা যেতে পারে।
(ঢাকাটাইমস/২৪মার্চ/এসএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

সংসদ সদস্য আফসারুল আমীনের মৃত্যুতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের শোক

ঢাকা জেলা আ.লীগের কার্যালয় উদ্বোধন শনিবার

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের জনক: ডা. ইরান

কুষ্টিয়ার উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য: হানিফ

সাতক্ষীরা পৌর বিএনপির নেতা মাছুম বিল্লাহ অস্ত্রসহ গ্রেপ্তার

টিকটকে অ্যাকাউন্ট খুলেছে আওয়ামী লীগ, ফলো করার আহ্বান

এই বাজেট জনগণকে ধুঁকে ধুঁকে মৃত্যুমুখে ঠেলে দেয়ার বাজেট: এবি পার্টি

মানুষকে নিঃস্ব করে আ.লীগ সরকার নিজেদের উন্নয়ন চায়: মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকার জনবান্ধব: কৃষিমন্ত্রী
