পূর্বঘোষিত কর্মসূচিতে পরিবর্তন আনল বিএনপি

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে বিএনপির ডাকা কর্মসূচিতে পরিবর্তন এনেছে দলটি।
শনিবার (২৫ মার্চ) বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচিগুলো হলো:
১লা এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগর ও জেলায় বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি। এবং ৮ এপ্রিল শনিবার সারাদেশের সকল মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।
৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিলের পরিবর্তে ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত নিম্নোক্ত বিভাগের সময়সূচি অনুযায়ী বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের সকল ইউনিয়ন পর্যায়ে ১০ দফা, রাষ্ট্রকাঠামো মেরামত, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির বিষয়ে প্রচারপত্র বিলি মানববন্ধন/অবস্থান কর্মসূচি।
(ক) ১০ এপ্রিল, রাজশাহী ও সিলেট বিভাগ; (খ) ১১ এপ্রিল, খুলনা ও কুমিল্লা বিভাগ; (গ) ১২ এপ্রিল, ঢাকা ও বরিশাল বিভাগ; (ঘ) ১৩ এপ্রিল, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ এবং (ঙ) ১৬ এপ্রিল, রংপুর ও চট্টগ্রাম বিভাগ।
এছাড়া ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারাদেশের সকল জেলা/মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শেণী পেশার মানুষের সহিত মতবিনিময় সভা, দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তাসহ বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচি করবে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী।
উল্লেখ্য, শুক্রবার ঢাকার ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(ঢাকাটাইমস/২৫মার্চ/জেবি/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

বিএনপির বিষদাঁত ভেঙে দিতে হবে: নানক

‘জামায়াত ও তাদের দোসররা দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চায়’

‘অখণ্ড ভারতে’র মানচিত্র প্রদর্শন স্বাধীন বাংলাদেশকে অস্বীকারের শামিল: লেবার পার্টি

একমাত্র খালেদা জিয়াই প্রধানমন্ত্রীর রক্ষক: দুদু

বিদেশিদের কাছে ধরনা দিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই: হানিফ

জামিন পেয়েও মুক্তি মেলেনি বিএনপি নেতা মজনুর

ভিসানীতি ও স্যাংশন আমাদের জন্য লজ্জার: মির্জা ফখরুল

বিচার বিভাগকে আওয়ামী লীগের অঙ্গ বানানোর চেষ্টা চলছে: জিএম কাদের

তত্ত্বাবধায়ক সরকারের দাবি ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের
