যমুনায় গোসলে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৩, ১৫:২০
অ- অ+

টাঙ্গাই‌লের ভূঞাপু‌রে যমুনা নদী‌তে গোসল কর‌তে নেমে পানিতে ডুবে দুই ভাই‌য়ের মৃত‌্যু হ‌য়েছে। র‌বিবার দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে উপ‌জেলার খানুরবা‌ড়ি এলাকার যমুনা নদী‌তে এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লো- উপ‌জেলার কষ্টাপাড়া গ্রা‌মের সুভাষ পা‌লের ছে‌লে সুজয় পাল (১৫) ও র‌ঞ্জিত পা‌লের ছে‌লে লিখন পাল (১২)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

নিহত সুজয় গো‌বিন্দাসী উচ্চ বিদ‌্যাল‌য়ের দশম শ্রেণি ও লিখন ৬ষ্ঠ শ্রেণি‌র শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, তারা কয়েকজন বন্ধু মি‌লে বা‌ড়ির পা‌শের যমুনা নদী‌তে স্নান কর‌তে যায়। স্নানের এক পর্যায়ে বড় ভাই সুজয় সাঁতার না জানায় পা‌নি‌তে ডুবে যায়। প‌রে তা‌কে বাঁচা‌তে ছোট ভাই লিখন এ‌গি‌য়ে গে‌লে সেও পা‌নি‌তে ডুবে নিখোঁজ হয়। প‌রে স্থানীয়রা সুজয় ও লিখনকে উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সর জরুরি বিভা‌গে দায়িত্বরত চিকিৎসক সুমাইয়া জান্নাত ব‌লেন, মৃত অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে আনা হয়েছিল।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা