অঙ্গীকার ভঙ্গের জন্য সরকারকে কঠিন বিচারের মুখোমুখি হতে হবে: এবি পার্টি

সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা। বলেন, একদিন মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভঙ্গের জন্য সরকারকে কঠিন বিচারের মুখোমুখি হতে হবে।
রবিবার বিকেলে বিজয় নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনা সভা শেষে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে শেষ হয়।
দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু।
প্রধান অতিথির বক্তব্যে মন্টু বলেন, স্বাধীনতা নিয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল। স্বাধীনতার এই দিনে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল মুক্তিযোদ্ধা ও শহিদদের শ্রদ্ধা জানাই। আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই। গণতন্ত্র, মানবাধিকার ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, আমরা আজ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। দেশে গণতন্ত্র নাই, মানুষের কথা বলার স্বাধীনতা নাই, খাদ্য, শিক্ষা ও চিকিৎসার নিরাপত্তা নাই। আজ ইতিহাস বিকৃত করা হচ্ছে। মুক্তিযুদ্ধকে পারিবারিক ইতিহাসে পরিনত করা হয়েছে। বিগত দুইটি নির্বাচনে মানুষের ভোটাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। এমনকি আওয়ামিলীগের লোকজনও ভোট দিতে পারে নাই। এমন জঘন্য ইতিহাস রচিত হয়েছে এই সরকারের আমলে। এমতাবস্থায় দেশের মানুষকে নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে।
এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, দ্রব্যমূল্য ইতিহাসের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। মানুষের কষ্ট নিয়ে সরকারের কোন মাথাব্যথা নাই। মানুষ নিজের পছন্দমত সেহেরী ও ইফতার খেতে পারছেনা। এই সরকার জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে। ভোট, ভাত ও জীবনের স্বাধীনতা হরণ করে স্বাধীনতার অঙ্গীকারকে ভুলুণ্ঠিত করেছে। মুখে মুখে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিলেও মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভঙ্গের জন্য একদিন এদের কঠিন বিচারের মুখোমুখি হতে হবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার বলেন, স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করা হচ্ছে। বাক স্বাধীনতাসহ অন্যান্য মৌলিক অধিকার হরণ করে জনগণকে ভুয়া উন্নতির গল্প শোনাচ্ছে এই সরকার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি.এম. নাজমুল হক, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, যুব নেত্রী সুলতানা রাজিয়া, রাশিদা আক্তার মিতু সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।
(ঢাকাটাইমস/২৬মার্চ/জেবি/এসএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

হঠাৎ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে নায়ক ফেরদৌসের সাক্ষাৎ

উন্নয়নের মিথ্যা বুলি শুনিয়ে সরকার জাতির হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: এবি যুবপার্টি

বিদুৎখাতে সরকারের মহাদুর্নীতির কারণে লোডশেডিং: জাগপা সভাপতি

আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত বরদাশত করা হবে না: হানিফ

দুর্নীতি মামলায় তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত

সংলাপের কথা শুনে বিএনপির মুখে জল এসে গেছে: ওবায়দুল কাদের

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি লেবার পার্টির

দেশ দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে: অলি

যেকোনো সময় দেশে ফিরতে পারবেন বিএনপি নেতা সালাহউদ্দিন: পররাষ্ট্র মন্ত্রণালয়
