রমজান: আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ০৮:৩২| আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১১:০২
অ- অ+

পবিত্র রমজান মাস উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস আজ সোমবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। একই সঙ্গে ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানিও এই সময়সূচিতে চলবে। রমজানে আদালতও চলবে নতুন সময়সূচিতে।

গত শুক্রবার দেশে রমজান মাস শুরু হয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক এবং রবিবার স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি শেষে আজ সোমবার খুলেছে অফিস আদালত। সেই হিসেবে সোমবার থেকে কার্যকর হলো রমজানের নতুন অফিস সূচি।

এর আগে গত ১৩ মার্চ মন্ত্রিসভার বৈঠকে পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ করা হয়। পরের দিন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা