ডিএমপির তিন কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বদলি কর্মকর্তাদের মধ্যে একজন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিস) এবং দুইজন সহকারী পুলিশ কমিশনার (এসি) রয়েছেন।
সোমবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে ডিবির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তরিকুর রহমানকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তরা বিভাগে (দক্ষিণখান জোন), ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহিদুর রহমানকে ডিবির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে। এছাড়া মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লাকে ডিবি উত্তরা বিভাগে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
(ঢাকাটাইমস/২৭মার্চ/এসএস/ইএস)
সংবাদটি শেয়ার করুন
প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত
প্রশাসন এর সর্বশেষ

এএসপির অবসরের আবেদন মঞ্জুর

ফরিদপুরের নতুন এডিসি অমিত দেব নাথ

একজন যুগ্মসচিব অবসরে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হলেন নাজমা মোবারেক

তিন সচিবকে বদলি

গ্রেড-১ পেলেন বিয়াম ও খাদ্য অধিদপ্তরের ডিজি

পদোন্নতি পাওয়া ১৭ অতিরিক্ত পুলিশ সুপারকে পদায়ন

১৬ যুগ্মসচিবকে বদলি

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক জাহাঙ্গীর আলম
