কাটাবনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ২২:৪০
অ- অ+

রাজধানীর কাটাবনে শেলটেক সিয়েরা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর ১০টি ইউনিট।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান ঢাকাটাইমসকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাটাবনের বাটা সিগন্যালের একটি নয় তলা ভবনের পাঁচ তলায় আগুন লাগার খবর পাই। পরে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় আগুন নেভাতে। পরে আরও ৭টি ইউনিট আগুন নেভাতে যুক্ত হয়।

এর আগে আজ সোমবার গভীর রাতে ওয়ারীর কাপ্তানবাজার সংলগ্ন জয়কালী মন্দিরের পাশে (হানিফ ফ্লাইওভারের নিচে) সুইপার কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ২০টি টিনশেড ঘর পুড়ে যায়। এতে নারীসহ দগ্ধ হয়েছেন সাতজন। যারা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট এবং ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

ওয়ারীর আগুনের তিন ঘণ্টা পরে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। এতে প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। নয় ইউনিট চার ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঢাকাটাইমস/২৭মার্চ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা