কাটাবনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কাটাবনে শেলটেক সিয়েরা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর ১০টি ইউনিট।
এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
এর আগে আজ সোমবার গভীর রাতে ওয়ারীর কাপ্তানবাজার সংলগ্ন জয়কালী মন্দিরের পাশে (হানিফ ফ্লাইওভারের নিচে) সুইপার কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ২০টি টিনশেড ঘর পুড়ে যায়। এতে নারীসহ দগ্ধ হয়েছেন সাতজন। যারা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট এবং ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
ওয়ারীর আগুনের তিন ঘণ্টা পরে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। এতে প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। নয় ইউনিট চার ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ঢাকাটাইমস/২৭মার্চ/ইএস

মন্তব্য করুন