ঢাকা মেডিকেলে চুরির অভিযোগে প্রকৌশলী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ২২:৪৫
অ- অ+

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চুরির অভিযোগে এক প্রকৌশলীকে আটক করা হয়েছে। তার নাম মো. জাকির হোসেন। সোমবার দুপুরে নতুন ভবনের দ্বিতীয় তলায় ফিজিক্যাল মেডিসিন বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়। হাসপাতাল সূত্র বলছে, আলট্রাসাউন্ড (থেরাপি) মেশিনের একটি যন্ত্রাংশ চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছে। বিএসসি ইঞ্জিনিয়ার জাকির হোসেন ঢাকা মেডিকেলে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, জাকিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি স্বীকার করেছেন, হাসপাতাল থেকে চুরি হওয়া যন্ত্রটি তার বাসায় রয়েছে। যন্ত্রটি উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেডিকেলে দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার আবদুর রউফ বলেন, চিকিৎসকেরা তাকে আটক করে কর্তব্যরত আনসার সদস্যদের কাছে হস্তান্তর করেন। যন্ত্রাংশ চুরির ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাওয়া ব্যক্তির সঙ্গে তার চেহারার মিল রয়েছে।

আটক জাকির হোসেনের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায়। তিনি ঢাকার লালবাগের চেয়ারম্যানগলি এলাকায় বসবাস করেন।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: আলোচিত তরুণী টিনা ৩ দিনের রিমান্ডে
কুমিল্লার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের এপিএস আব্দুল কাদের ঢাকায় গ্রেপ্তার 
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা