ঈদকে সামনে রেখে সক্রিয় জাল নোট চক্র, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৩, ১৬:৫৮

ঈদকে সামনে রেখে সারা দেশে ভারতীয় জাল রুপি ও জাল টাকা সরবরাহ করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে জাল নোট ক্রয়-বিক্রয় চক্রের চার সদস্যকে আটক করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশ। এ সময়ে তাদের কাছ থেকে তিন লাখ ৪৪ হাজার টাকা ভারতীয় জাল রুপি এবং ছয় লাখ ৯২ হাজার দেশীয় জাল নোট জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাতে প্রথমে দুজনকে ও পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে অপর দুই ব্যক্তিকে ঢাকার সাভার থানা আশুলিয়া থেকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- মো. মাজহারুল ইসলাম ওরফে সবুজ, মো. ছামিউল ইসলাম, মো. খোরশেদ আলম ওরফে গিট্টু ও মো. আব্দুল ছালেক।

মঙ্গলবার দুপুরে জিএমপির ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিএমপি’র দক্ষিণ বিভাগের উপ কমিশনার (ডিসিডিবি) বিভাগের মোহাম্মদ ইব্রাহিম খান এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, ঈদকে সামনে রেখে সারা দেশে জাল টাকার চোরাকারবারিদের একটি চক্র স্বক্রিয় রয়েছে। সারাদেশে ভারতীয় জাল রুপি ও জাল টাকা সরবরাহ করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে জাল নোট ক্রয়-বিক্রয় চক্রের চার সদস্যকে আটক করা হয়। আটককৃতরা ঢাকা ও গাজীপুর জেলায় বাসা ভাড়া করে আসছে বলে জানায় পুলিশ।

আটক মো. মাজহারুল ইসলাম ওরফে সবুজ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার হাতপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে, মো. ছামিউল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুকদেব গ্রামের মৃত গফুল আলীর ছেলে, মো. খোরশেদ আলম ওরফে গিট্ট সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর থানার গনগাও গ্রামের মো. রমজান আলীর ছেলে এবং মো. আব্দুল ছালেক কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার দোলপকুঠি এলাকার আজিমুদ্দিন ওরফে আজিমুদ্দির ছেলে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

এই বিভাগের সব খবর

শিরোনাম :