ইতালিতে বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনফালকনে, গরিঝিয়া শাখা ইতালি বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হামীম হোসাইনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরিঝিয়া শাখা বিএনপির সাবেক প্রধান আহ্বায়ক ও বর্তমান উপদেষ্টা নুরুল আমিন খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা এইচ এম কবির, জামাল মিয়া, এমডি রবিউল্লাহ, ইব্রাহিম মিয়া, সুহাগ মোল্লা, কবির উদ্দিন সরকার।
এ সময় বক্তারা ২৫ মার্চ কালো রাতের হত্যাযজ্ঞের নির্মম ইতিহাস, ২৬ মার্চ দেশ প্রেমিক সেনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সহ তৎকালিন নানান বিষয় নিয়ে গুরত্বপূর্ণ আলোচনা করেন।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ জাতীয়বাদী দল মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মত দেশ রক্ষা, দেশের গণতন্ত্র রক্ষার এমন আরো একটা ঘোষণা দেশনায়ক তারেক রহমান অচিরেই দিবেন। তখন সেই ১৯৭১ এর মত আমাদের সকলকে আবার স্ব স্ব অবস্থান থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেশকে আবার হায়েনার কবল থেকে রক্ষা করতে হবে। গণ মানুষের অধিকার আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও উনার সুদক্ষ সন্তান, দক্ষ ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোসহ সকল শহীদদের মাগফেরাত কামনা। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা এবং মনফালকনে গরিঝিয়া বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস সাহেবের সুস্থতা কামনায় হাফেজ আনোয়ার হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন।
দোয়া শেষে শতাধিক নেতাকর্মী এক সাথে ইফতার ও সালাত আদায় করেন।
(ঢাকাটাইমস/২৮মার্চ/এসএ)