ফিনল্যান্ডে আ. লীগের মহান স্বাধীনতা দিবস উদযাপন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৩, ১৯:৫১

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ফিনল্যান্ড আওয়ামী লীগ। ফিনল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের পরিচালনায় আলোচনা সভার শুরুতেই সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সভায় বক্তারা বলেন, ২৬ মার্চ পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন একটি জাতি হিসেবে স্বাধীনতা ঘোষণা করার দিন।

সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি বঙ্গবন্ধু ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাদল হোসেন মাসুদ, পারভেজ আহমেদ আনিস, রফিকুল ইসলাম রানা, মহিবুল ইসলাম, শফিকুল ইসলাম, আবু দারা বাবু, বেলাল হোসেন, জাহিদহাসান রকি, নুর আলমসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :