উত্তরায় দুই মাদক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৩, ২১:২৩
অ- অ+

রাজধানীর উত্তরা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১। আটককৃতরা হলেন- মো. সুজন মিয়া ও আরিয়ান ওরফে হৃদয়। এ সময়ে তাদের কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৫ টি লেহেঙ্গা, ৪১ টি থ্রিপিচ, ৩৭ টি শাড়ি, সাতটি গেঞ্জি, পাঁচটি বেবি সেট, ৪১২ কেজি বিভিন্ন ধরণের ইমিটেশন, একটি কাভার্ড ভ্যান, একটি মুঠোফোন এবং নগদ ১৯০ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার র‌্যাব-১ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে র‌্যাব-১ এর একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার কসাইবাড়ী রেলগেইটের সামনে একটি অভিযান চালায়। অভিযানে মো. সুজন মিয়া ও আরিয়ান ওরফে হৃদয় নামের দুই মাদক চোরাকারবারিদেরকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৫ টি লেহেঙ্গা, ৪১ টি থ্রিপিচ, ৩৭ টি শাড়ি, সাতটি গেঞ্জি, পাঁচটি বেবি সেট, ৪১২ কেজি বিভিন্ন ধরণের ইমিটেশন, একটি কাভার্ড ভ্যান, একটি মুঠোফোন এবং নগদ ১৯০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করা হয়েছে।

আটক মো. সুজন মিয়া নরসিংদী জেলার মৃত আব্দুর রশিদের ছেলে আর আরিয়ান ওরফে হৃদয় কুমিল্লা জেলার মো. আবু তাহেরের ছেলে।

ঢাকাটাইমস/২৮মার্চ/এএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা