ঝিনাইদহে নুরে আলম সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৩, ১৭:৩৫| আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৭:৩৬
অ- অ+

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা নুরে আলম সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জোহরের নামাজের পর ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বর্ষীয়ান এই রাজনীতিক ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভোর ৪টা ৩৭ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। স্বাধীনবাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং তিনি প্রথম জাতীয় সংসদের ১৯৭৩-৭৫ সাল পর্যন্ত তৎকালীন যশোর-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। বীর মুক্তিযোদ্ধা নুরে আলম সিদ্দিকী ১৯৪০ সালের ২৬ মে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, নুরে আলম সিদ্দিকীর বড় ছেলে তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা পরিষদ চেয়ারম্যান এম হারুন-অর-রশিদ, ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন।

জানাজার আগে গার্ড অব অর্নার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা