তাড়াশে নারিকেল গাছের শাখা কাটার সময় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

সিরাজগঞ্জের তাড়াশে সড়কের পাশে নারিকেল গাছের শাখা কাটতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মইফুল খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের গোয়ালগ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মইফুল খাতুন নওগাঁ ইউনিয়নের গোয়ালগ্রামের মৃত লাবু আহমেদের স্ত্রী ও আহত মোটরসাইকেল চালক তাড়াশ পৌর এলাকার সোলাপাড়া গ্রামের ওসমান আলী সরকারের ছেলে এনামুল হক সরকার।
স্থানীয়দের বরাতে তাড়াশ থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের গোয়ালগ্রাম এলাকায় নিহত মইফুল খাতুন রাস্তার পাশে নারিকেল গাছের একটি ডাল কাটছিলেন। এক পর্যায়ে ওই রাস্তা দিয়ে দ্রুতগামী একটি মোটরসাইকেল যাওয়ার সময়ে কাটা ডালটি গাড়ির ওপরে গিয়ে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নারীকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ও মোটরসাইকেল চালককে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে নেয়ার পথে মইফুল খাতুন মারা যান।
(ঢাকাটাইমস/৩১মার্চ/এআর)

মন্তব্য করুন