টাঙ্গাইলে আ.লীগ নেতার ফাঁসির দাবি নারী সমাজের

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে এক অন্তসত্ত্বা কিশোরীর ধর্ষণ মামলা করার ঘটনায় অভিযুক্ত নেতার ফাঁসি চেয়ে মিছিল করেছে সচেতন নারী সমাজ। পরে তারা টাঙ্গাইল শহরের নিরালামোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সচেতন নারী সমাজের ব্যানারে শহরের ভাসানী হল থেকে মিছিলটি নিয়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে নারী বক্তারা বলেন, এই বড় মনি ও তার ভাই এমপি ছোট মনিরের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্যতা নিশ্চিত করে ফাঁসি দিতে হবে। যদি তাদের ফাঁসি না দেওয়া হয়, তা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।
উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার দিকে টাঙ্গাইল সদর থানায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি ও বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন অন্তসত্ত্বা এক কিশোরী। প্রভাবশালী ও এমপির বড় ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ার পর থেকে শহরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এলএ)

মন্তব্য করুন