বিসিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দেয়ায় পা ভেঙে দিলো দুর্বৃত্তরা

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৩, ১৭:০৬

শরীয়তপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ করায় এস্কান্দার ঢালী নামে একজনের পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হামলার স্বীকার এস্কান্দার আলী প্রধানমন্ত্রীসহ দেশের মানুষের কাছে বিচার দাবি করেছেন।

বৃহস্পতিবার বিকালে শরীয়তপুর পৌরসভার ঢাকা-শরীয়তপুর মহাসড়ক সংলগ্ন পশ্চিম কোটাপাড়া মোড় থেকে কবির চৌকিদার নামে একজন পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের কাঁচা রাস্তায় ডেকে নেন এস্কান্দার ঢালীকে। আহত এস্কান্দার ঢালী বলেন, কবির চৌকিদার ডেকে নেওয়ার পর ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে বাম পা ভেঙে দেয়। ডান পায়ের হাঁটু, পিঠ, মাথা ও মুখসহ শরীরে মারাত্মক জখম করে।

মারধরের সময় তারা আমাকে বলছিল, ‘বিসিকের কর্মকর্তার সাথে ঝামেলা করছিস কেন?’ অচেতন অবস্থায় আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা চলে যায়। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে যায়। মূলত বিসিক শরীয়তপুরের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনের বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ করার কারণেই তারা আমাকে মেরে ফেলার উদ্দেশে এ হামলা করেছে। এস্কান্দার ঢালী বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, আঘাতপ্রাপ্ত এস্কান্দার ঢালীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এস্কান্দার ঢালীর স্ত্রী সুমি বেগম ঢাকাটাইমসকে বলেন, বিসিকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঘুষ চেয়েছেন কর্মকর্তা। ঘুষ না দিয়ে দুদকে অভিযোগ করার কারণে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এস্কান্দার ঢালীর ভাই হামিদ ঢালী (৫৫) বলেন, আমার ভাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দুর্নীতিবাজদের হামলার স্বীকার হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় পালং মডেল থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন এস্কান্দার ঢালীর পরিবার।

দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, এস্কান্দার ঢালীকে মারধরের ঘটনা সত্যি। দুদকে অভিযোগ করার কারণেই তার ওপর হামলা হয়েছে। আমরা র‌্যাবসহ হাসপাতালে গিয়েছিলাম এস্কান্দারকে দেখতে। তার পা ভেঙে দেওয়া হয়েছে। আমরা এস্কান্দার ঢালীর পাশে আছি।

এস্কান্দার ঢালীর ওপর হামলাকারী কবির চৌকিদারের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, বিসিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ করায় তার ওপর হামলা হয়েছে বলে জানতে পেরেছি। এস্কান্দারের পরিবার যদি মামলা করেন, তাহলে আইনানুগ ব্যবস্থা নেব।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :