এতিম ও প্রবীণদের সম্মানে ড. কাজী এরতেজা হাসানের ইফতার

সাতক্ষীরায় মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রী ও বৃদ্ধাশ্রম থাকা প্রবীণদের সম্মানে ঈদ উপহার এবং ইফতারের আয়োজন করলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক এবং এফবিসিসিআই'র পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি।
শনিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত দারুল হাদিস আহমদীয়া সালাফিয়া কমপ্লেক্সে এই ইফতার আয়োজন করা হয়।
এর আগে বিকালে সাতক্ষীরা শহরের মেহেদীবাগে অবস্থিত প্রবীণ আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমে যান ড. এরতেজা হাসান। সেখানে থাকা প্রবীণদের খোঁজখবর নেন, তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এছাড়া তাদের হাতে কয়েকদিনের ইফতার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য কাজী হেদায়েত হোসেন রাজ, পৌর যুবলীগের আহবায় মনোয়ার হোসেন অনু, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, পৌর যুগ্ম আহবায় এস এম তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ বনি প্রমুখ।
ইফতারের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ড. এরতেজা হাসান নিজের কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং মানবিক কার্যক্রমেও সামিল হওয়ার চেষ্টা করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাঁর এমন উদ্যোগের প্রশংসা করেছেন নেতাকর্মীরা।
ঢাকাটাইমস/০৮এপ্রিল/ইএস

মন্তব্য করুন