মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যানপুত্র গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৩, ২০:০৬
অ- অ+

মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাজুর রহমান আকনের পুত্র ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস আকনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে শনিবার রাতে তাকে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দি এলাকা থেকে আটক করে রাজৈর থানা পুলিশ। এসময় তার সাথে থাকা মোটরসাইকেলের ভেতর থেকে চাইনিজ কুড়াল, ছেনদা, চাকু ও হাতুড়ি উদ্ধার করা হয়।

রাজৈর থানার এসআই তানভীর আহম্মেদ জানান, পিয়াস আকনকে শনিবার রাত চারটার দিকে লুন্দি এলাকায় সন্দেহ হলে আটক করা হয়। পরে তার কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে রাজৈর থানায় অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা হয়েছে। পরে তাকে মাদারীপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তার পিয়াস মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের ছেলে ও মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি সদর উপজেলার কালিকাপুরে।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগর-রুনি হত্যামামলা: ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে, আদালতকে রাষ্ট্রপক্ষ
ছয় বিভাগে কমবেশি বৃষ্টির আভাস, বাড়বে শুক্রবার
নোয়াখালীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই 
২০২০ সালের ১২ জুন এবং একজন আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা