কুয়াকাটায় সবচেয়ে প্রবীণতম ব্যক্তির মৃত্যু

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৩, ২১:০৫

না ফেরার দেশে চলে গেলেন কুয়াকাটার সবচেয়ে প্রবীণতম ব্যক্তি ঐতিহ্যবাহী শেখ পরিবারের সন্তান আলহাজ্ব আবদুল আলী শেখ। সোমবার (১০ এপ্রিল) বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১২ বছর। মৃত্যুর আগে হাজী আবদুল আলী শেখ জানিয়েছিলেন তার জন্ম ১৯১২ সালে। এর পক্ষে তার ভোটার আইডি কার্ড সহ কিছু কাগজপত্রও দেখান। কুয়াকাটার এক সময়ের প্রতাপশালী এবং সম্ভ্রান্ত পরিবার আলহাজ্ব আরোজ আলী শেখের সেজো পুত্র আবদুল আলী শেখ। তবে এতো বয়স শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন। হ্যাঁ, অবাক হওয়ারই কথা। এ যেন বহুকালের বাংলার ইতিহাসের আদিপর্বের বিস্তৃত এক মহাজ্ঞানীর মহাপ্রয়াণ। বাংলাদেশর স্বাধীনতা আন্দোলনের পথপরিক্রমায় মুক্তিযুদ্ধসহ নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী বহন করেছে এই বরেণ্য। আলহাজ্ব আবদুল আলী শেখ ছেলে-মেয়ে নাতি-নাতনিসহ প্রায় অর্ধশত জনের বিশাল পরিবার রেখে গেছেন। সোমবার তার জানাযা নামাজে ধর্মপ্রাণ মুসুল্লিদের ঢল নামে। হাজারো মানুষের অংশগ্রহণে গুণী এই মানুষটিকে রাত ১০টায় জানাযা শেষে কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরোজ জামে মসজিদ প্রাঙ্গণে পারিবারিক কবর স্থানে স্ত্রী ও মা-বাবার পাশে দাফন করা হয়। মরহুমের মেজ ছেলে কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরোজ জামে মসজিদের খতিব, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান তার জানাজা নামাজ পড়ান। তার জানাজা নামাজে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ শত শত মুসুল্লিরা অংশ নেয়। তারাবির নামাজের পর পর্যটন কর্পোরেশনের মোটেল যুব পান্থনিবাস প্রাঙ্গণে জানাযাস্থল কানায় কানায় ভরে যায়। আবদুল আলী শেখের মৃত্যুর মধ্যদিয়ে ওই এলাকার সবচেয়ে প্রবীণ মানুষটি চলে যাওয়ায় কুয়াকাটার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। কুয়াকাটা এলাকার জানা না জানা অনেক ইতিহাসের সাক্ষী ছিলেন আবদুল আলী শেখ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম, মহিপুর প্রেসক্লাব, ইমাম সমিতি, শিক্ষক সমিতি, আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন সংগঠন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :