মানিকগঞ্জে নারী চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চর তিল্লি গ্রাম থেকে স্বর্ণের চেইনসহ চোর চক্রের সাত নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার দরমন্ডল গ্রামের ফাতেমা বেগম, জাহানারা বেগম, রাহেলা বেগম, মমতাজ বেগম, সুজানা বেগম, শাহানাজ বেগম ও মাফিয়া বেগম।
ওসি সুকুমার বিশ্বাস জানান, ‘বুধবার (১২ এপ্রিল) সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি স্কুল মাঠে সকালে স্মার্ট কার্ড বিতরণ করার সময় উত্তর পাড়তিল্লি গ্রামের চম্পা বেগমের পিছনে দাঁড়ানো চোর চক্রের এক নারী সদস্য তার গলার স্বর্ণের চেইন কেটে দৌড়ে পালানোর সময় উপস্থিত লোকজন তাকে ধরে ফেলে। এসময় চুরি হওয়া আট আনি দুই রতি ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। একটু পরে চোর চক্রের বাকি ছয় সদস্য মহিলা লাইন থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ডিউটিরত পুলিশ তাদের আটক করে।’
এ ঘটনায় চম্পা বেগম সাটুরিয়া থানায় একটি মামলা করেন। বৃহস্পতিবার দুপুরে চোর চক্রের সাত সদস্যকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এআর)

মন্তব্য করুন