রাজবাড়ীতে রসুনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

এম মনিরুজ্জামান, রাজবাড়ী
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৩, ১৪:২১

রাজবাড়ীর মাটি রসুন চাষাবাদে উপযোগী হওয়ায় চলতি মৌসুমে এ জেলায় রসুনের বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলন ও স্থানীয় বাজারে ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।

চলতি মৌসুমে পিয়াজের বাজার দর কম থাকায় রসুনের প্রায় চার হাজার টাকা মণ দরে বিক্রি হওয়ায় কৃষকরা রসুনের প্রতি আগ্রহ বাড়াচ্ছে।

চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় তিন হাজার ৪৭০ হেক্টর জমিতে রসুনের আবাদ করেছেন চাষিরা। তবে বিগত মৌসুমে এ জেলায় রসুনের আবাদ হয়েছিল চার হাজার হেক্টর জমিতে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে, জেলায় প্রায় ৩০ হাজার কৃষক এ বছর রসুন চাষ করেছেন। হেক্টর প্রতি রসুনের উৎপাদন এবার ৭ মেট্রিক টন। সে হিসেবে রাজবাড়ীতে তিন হাজার ৪৭০ হেক্টর জমিতে এ বছর ২৪ হাজার ২৯০ মেট্রিক টন রসুন উৎপাদিত হয়েছে। ভালো মানের প্রতি মণ রসুন বাজারে বিক্রি হচ্ছে দুই হাজার ৮০০ টাকা।

সরেজমিনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, চাষিরা মাঠ থেকে রসুন সংগ্রহ করছেন।

রসুন চাষি নজির মন্ডল (৫০) বলেন, এ বছর ২২ শতাংশ জমিতে রসুনের আবাদ করেছি। এবার মজুরিসহ সার, ডিজেলের দাম বেশি হওয়ায় বিঘা প্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ বেড়ে গেছে। গত মৌসুমে রসুন বেচে লোকসান হয়েছে, তারপরও একটি সমিতি থেকে ঋণ নিয়ে রসুন চাষ করছি।

আরেক চাষি ইসরাফিল বলেন, চলতি মৌসুমে দেড় পাকি জমিকে উচ্চ ফলনশীল জাতের রসুনের আবাদ করেছি। এ বছর আবাদে খরচ বেশি লেগেছে। জমি চাষে দুই হাজার বীজ কিনেছি চার হাজার টাকা দিয়ে, সেচ দিতে দুই হাজার, ৩ বার জমি কোপাতে শ্রমিক খরচ সাড়ে সাত হাজার, সার দিতে আড়াই হাজার, ওষুধ কিনেছি দেড় হাজার, রসুন ওঠাতে শ্রমিক খরচ দুই হাজার। এক পাকি জমিতে কাচা রসুন পাব ১৫ মণ। স্থানীয় বাজারে ভালো মানের রসুন প্রতি মণ বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে দুই হাজার ৮০০ টাকায়।

রসুন চাষি ফরিদ বলেন, ১ পাকি জমিতে রসুন করেছি। প্রতি বিঘা জমিতে রসুন বপন, সার, ওষুধ, কীটনাশক, সেচ, পরিচর্যা ও জমি থেকে তোলা পর্যন্ত ৩৫ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘায় গড় ফলন কাঁচা অবস্থায় ১৫ থেকে ২০ মণ। শুকানোর পর ১০ থেকে ১৬ মণ টেকে। বিগত কয়েক বছর রসুন চাষ লাভজনক ছিল। গত ১০ বছর ধরে রসুন আবাদ করে আসছি। বাজারে ভালো দাম পেলে আমরা লাভবান হব।

সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জনি খান বলেন, এ বছর রাজবাড়ী সদর উপজেলায় ২১০ হেক্টর জমিতে রসুনের আবাদ করেছেন কৃষক। উন্নতজাতের রসুন চাষ করতে কৃষকদের উৎসাহিত ও সহযোগিতা করতে মাঠ পর্যায়ে কাজ করছে উপ সহকারী কৃষি কর্মকর্তারা। তাই এবারও রসুনের বাম্পার ফলন হবে আশা করছি। বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। (ঢাকাটাইমস/১৬এপ্রিল/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :