ঝিনাইদহে ইজিবাইকচালক হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৩, ২০:১৯
অ- অ+

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ইজিবাইক চালক রবিউল হত্যা মামলার প্রধান দুই আসামি ছাত্রলীগের নেতা পলাশ এবং রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাশ হরিণাকুণ্ডু পৌর ছাত্রলীগের সভাপতি এবং রাশেদ পৌরছাত্রলীগের সহসভাপতি।

শনিবার রাত ১০টার দিকে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করার পর রাশেদকে গ্রেপ্তার করা হয়।

পলাশ উপজেলার জুড়াপুকুরিয়া গ্রামের আক্কাছ মন্ডলের ছেলে এবং রাশেদ একই গ্রামের বাকের মন্ডলের ছেলে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ জানান, গোপন তথ্যে জানতে পারি উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের ইজিবাইকচালক রবিউল হত্যা মামলার পলাতক আসামি পলাশ ও রাশেদ ঝিনাইদহ শহরে অবস্থান করছে। সেই তথ্যেরভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে শনিবার রাত ১০টার দিকে জেলা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই দীপংকর বলেন, রবিবার সকালে আসামিদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা