আহত ও অসুস্থ ১১৬ পুলিশ সদস্যকে আর্থিক সহায়তা দিলেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৩, ১৬:৪৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দায়িত্বরত অবস্থায় আহত ও অসুস্থ ১১৬ পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সোমবার দুপুরে ডিএমপি সদরদপ্তরে পুলিশ সদস্যদের মাঝে অনুদানের এ অর্থ তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।

এসময় ডিএমপি কমিশনার গোলাম ফারুক বলেন, আপনারা চিকিৎসার জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করেছেন। সেই তুলনায় আমাদের সাহায্যের পরিমাণ খুবই কম। আমাদের ইচ্ছা থাকা সত্বেও আপনাদের চিকিৎসার সম্পূর্ণ অর্থ দিতে পারিনি। তারপরও আমাদের ফান্ড থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করি। অসুস্থতার গুরুত্ব বিবেচনা করে দুই লাখ টাকা পর্যন্ত অনুদান দিয়ে থাকি। এছাড়াও ট্রাফিক কল্যাণ তহবিল, পুলিশ সদরদপ্তর ও বাংলাদেশ সরকারি কল্যাণ তহবিল থেকে আহত ও অসুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘সুস্থ না থাকলে পৃথিবীর সমস্ত সম্পদ আপনার কাছে নিয়ে আসলেও এর কোনো মূল্য নেই। তাই আমাদের শরীর সুস্থ রাখা দরকার।’ এসময় তিনি সুস্থ থাকার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

গত ১০ এপ্রিল ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৭০তম সভা ডিএমপি সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় ১১৬ জন পুলিশ সদস্যের অনুকূলে ৪৮ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর হয়।

ঢাকাটাইমস/১৭এপ্রিল/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

১১ যুগ্মসচিব নতুন দায়িত্বে

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে ১৪টি পদক পেল বাংলাদেশ পুলিশ

ফাঁসতে যাচ্ছেন অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান! কী অভিযোগ তার বিরুদ্ধে?

সিনিয়র সচিব হলেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমান

শেরপুরের এসপিকে বদলি, নতুন দায়িত্বে আকরামুল হোসেন

দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন

এএসপি হলেন ৪৫ পুলিশ পরিদর্শক

অবসরে যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ অতিরিক্ত আইজিপির

পুলিশের স্টিকারযুক্ত গাড়ি দেখলেই তল্লাশি করতে হবে, কেন এ নির্দেশ ডিএমপি কমিশনারের

এই বিভাগের সব খবর

শিরোনাম :