খিলক্ষতে দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৩, ১৯:৩৯

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব। আটককৃতরা হলেন- মো. রানা মোল্লা এবং মো. আমজাদ হোসেন।

সোমবার র‍্যাব-১ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. পারভেজ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার র‍্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানার নিকুঞ্জ মডেল সার্ভিসিং সেন্টার এন্ড সি.এন. জি ফিলিং ষ্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপরে একটি অভিযান চালায়।

অভিযানে মো. রানা মোল্লা এবং মো. আমজাদ হোসেন নামের দুজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ৩৫৪ বোতল ফেন্সিডিল, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃততের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক রানা এবং আমজাদ দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে ঝিনাইদহের সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে ফেন্সিডিল কেনা-বেচা করে আসছেন।

তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল পরিবহন করে ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক মো. রানা মোল্লা মাদারীপুর জেলার মো. নজরুল ইসলামের ছেলে আর মো. আমজাদ হোসেন জামালপুর জেলার মো. এফাজ উদ্দিনের ছেলে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :