ফরিদপুরে পিকআপ-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

ফরিদপুরে মুরগিবাহী পিকআপ, যাত্রীবাহী সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কোমরপুরের মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক মোটর সাইকেলের আরোহী ছিলেন। এরা হলেন- ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬ নং ওয়ার্ডের আব্দুর রহমান মিয়ার পুত্র মো. নজরুল ইসলাম (২৮) এবং একই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে রায়হান মোল্যা (২৯)। তারা পরস্পরের আত্মীয়। তবে, আহত অপর দুই ব্যক্তির নাম জানা সম্ভব হয়নি।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান, প্রচন্ড গরমের কারনে রাতে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। এসময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে নজরুল ঘটনাস্থলেই এবং রায়হানকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং পরে হাইওয়ে পুলিশ পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম শহিদুর রহমান দুর্ঘটনায় হতাহতের সত্যতা স্বীকার করেছেন। নিহতের সংখ্যা বাড়তে পারেও বলে তিনি জানান।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনায় কবলিত পিকাপ ও ইজিবাইক এবং মোটরসাইকেল উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পিকাপের চালক পলাতক রয়েছে। মহাসড়কে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এআর)

মন্তব্য করুন