বোয়ালমারীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৩, ১৪:২০| আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৪:৩৩
অ- অ+

সারাদেশে প্রবাহিত তীব্র তাপ প্রবাহে অনেকটাই বিপর্যস্ত জনজীবন। বৈশাখের সপ্তাহ পেরলেও দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই ফরিদপুরের বোয়ালমারীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোলনা মাদ্রাসা ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ অনুষ্ঠিত হয়।

বেশ কয়েকটি সামাজিক সংগঠন ও স্থানীয় যুব সমাজ এ নামাজের উদ্যোগ গ্রহণ করে। এতে কয়েকশো মুসল্লি অংশ নেয়। নামাজে ইমামতি করেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মো. আবুল হুসাইন। নামাজ শেষে বৃষ্টির জন্য মোনাজাত করা হয়।

নামাজ ও বিশেষ মুনাজাতে অংশ নেওয়া সমাজকর্মী মো. শামিম প্রধান বলেন, স্থানীয় যুবসমাজ ও সামাজিক সংগঠনের উদ্যোগে ওলামায়ে কেরামসহ সাধারণ মানুষ প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য এই বিশেষ নামাজ ও মোনাজাতের আয়োজন করে। প্রচন্ড খরায়-গরমের কারণে মানুষ ও প্রাণীকূল নাকাল হয়ে পড়েছে।

ইমাম মো. আবুল হুসাইন বলেন, সবাই আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহর জন্য ক্ষমা চেয়েছি এবং গত কয়েকদিনে প্রচন্ড দাবদাহে বোয়ালমারীর মানুষ নাকাল হয়ে পড়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এসব পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনা করা হয়।

তিনি আরও বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সুন্নাতের অনুসরণ করে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।

নামাজ ও মোনাজাতে অংশ নেওয়া সাংবাদিক সুমন খান বলেন, তীব্র খরা আর প্রচন্ড গরমে নাকাল ফরিদপুরের মানুষ। এসব থেকে মুক্তি পেতে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা