কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১১:১৬ | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৩, ১১:০৪

কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের অন্যতম বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ঈদ জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল ঈদগাহ ময়দান। মাওলানা ফরীদ উদ্দিন মাসউদের ইমামতিতে অনুষ্ঠিত ঈদ জামাত শেষে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

এর আগে শুক্রবার রাত থেকেই শোলাকিয়ার ঈদ জামাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের ঢল নামে। শনিবার সকাল থেকে এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে জড়ো হতে শুরু করেন কিশোরগঞ্জ ও আশপাশের জেলাসহ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা লাখো মুসল্লি।

এর মধ্যে রংপুর থেকে শোলাকিয়ায় ঈদের নামাজ নামাজ পড়তে এসেছিলেন রাশেদ নামে এক যুবক। তার সঙ্গে এসেছিলেন আরও কয়েকজন মুসল্লি। তারা সবাই একসঙ্গে শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ শেষ করে বাড়ি ফেরেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার জানান, কিশোরগঞ্জ শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর তীর ঘেঁষে প্রায় সাড়ে ৬ একর জমির ওপর শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিরা এই ময়দানে দলে দলে প্রবেশ করেছেন। পুলিশ সার্বিক পরিস্থিতি সুন্দর ভাবে নিয়ন্ত্রণ করেছে।

প্রচলিত আছে, ১৮২৮ সালে শোলাকিয়া মাঠে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছিলেন। সেই থেকে মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। পরে এর নামকরণ করা হয় শোলাকিয়া মাঠ।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এজে)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :